IQNA

যেভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছে ইতালির মানুষ

15:29 - August 10, 2025
সংবাদ: 3477860
ইকনা- একদিকে ইসরায়েল গাজা ও পশ্চিম তীরে নৃশংসতা ও গণহত্যা অব্যাহত রেখেছে, অন্যদিকে বিশ্বব্যাপী ফিলিস্তিনের পক্ষে বাড়ছে জনসমর্থন। এটা ইতালির মতো দেশের ক্ষেত্রেও সত্য। যে দেশের সরকার তেল আবিবের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছে। যদিও স্থানীয় কিছু পদক্ষেপ সরকারের কপালে ভাঁজ ফেলেছে।
গত ২৪ জুন ইতালির সর্ববৃহৎ ভোক্তা সমবায় কোপ আলিয়াঞ্জা ৩.০ (Coop Alleanza 3.0) গাজায় গণহত্যার কথা উল্লেখ করে তাদের সেলফ থেকে কিছু ইসরায়েলি পণ্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। কোপ আলিয়াঞ্জার চার শর বেশি বিক্রয়কেন্দ্র এবং ২২ লাখের বেশি সদস্য রয়েছে। একই দিনে যুক্তরাজ্যভিত্তিক কো-ওপ (Co-Op) অধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলসহ কিছু দেশ থেকে পণ্য সংগ্রহ বন্ধ করে দিয়েছে।
 
ফিলিস্তিনের পক্ষে ইতালির একটি প্রচারণা হলো ‘No to Israeli Products in Large-Scale Retail’ (বৃহৎ ও খুচরা সব বিক্রেতার পক্ষ থেকে ইসরায়েলি পণ্যকে না)।
 
 
এই প্রচারণার সঙ্গে যুক্ত একজন বলেন, ‘একজন নাগরিক ও ভোক্তা হিসেবে আমরা যে ক্ষমতা রাখি তার একটি স্পষ্ট বার্তা এটি।’ প্রচারণাটি শুরু হয় গত বছরের এপ্রিল মাসে। যখন ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস প্রথমবারের মতো ঘোষণা করেছিল ইসরায়েল গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। এই আন্দোলনে ইতালির পাঁচটি অঞ্চলের ১৬০টি নাগরিক সংগঠনকে যুক্ত করেছে।
 
কয়েক মাসের অব্যাহত প্রচারণা, চাপ ও স্বাক্ষর গ্রহণের পর এই সিদ্ধান্ত এলো। ৩০ জুন কোপ ইতালিয়া এক বিজ্ঞপ্তিতে বলেন, বয়কটের সিদ্ধান্ত ভোক্তাদের, প্রতিষ্ঠানের নয়।
গাজার প্রতি সংহতি জানানোর আরেকটি মাধ্যম গাজা কোলা। কোপ আলিয়াঞ্জা ৩.০ গাজা কোলা বিক্রির ঘোষণা দিয়েছে। গাজা কোলা গাজার আল কারামা হাসপাতাল পুনর্নির্মাণে অর্থায়ন করছে।
 
 
বর্তমানে ইতালিতে গাজা কোলা শুধু অনলাইনে পাওয়া যাচ্ছে। গাজা কোলার ইতালি প্রতিনিধিরা জানিয়েছেন, তাদের সঙ্গে ইতালির একাধিক ভোক্তা সমবায় যোগাযোগ করেছে এবং তারা ক্রমবর্ধমান চাহিদা পূর্ণ করতে হিমশিম খাচ্ছেন।
 
 
দ্য নিউ আরব অবলম্বনে
captcha