IQNA

সত্য আসবে এবং বাতিল চলে যাবে এটাই প্রতীক্ষার দলিল

23:57 - April 24, 2017
সংবাদ: 2602952
পবিত্র কুরআনে বলা হয়েছে: «جاءَ الْحَقُّ وَ زَهَقَ الْباطِلُ» সত্য আসবে এবং বাতিল চলে যাবে আর বাতিল তো চলে যাওয়ারই। এই আয়াতে ইমাম মাহদীর আগমন ও তার ন্যায়পরায়ন রাষ্ট্রের সুসংবাদ দান করা হয়েছে।
সত্য আসবে এবং বাতিল চলে যাবে এটাই প্রতীক্ষার দলিল

বার্তা সংস্থা ইকনা: ইমাম মাহদী(আ.) তার বিশ্বজনীন বিপ্লবের মাধ্যমে দুনিয়ার সকল অন্যায় অত্যাচার দূর করবেন এবং শন্তিপূর্ণ ন্যায়পরায়ন ইসলামী রাষ্ট্র গঠন করবেন। যার মাধ্যমে সারা বিশ্বে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত হবে।

ইমাম হুসাইন (আ.) বলেছেন:যদি মহাপ্রলয়ের মাত্র একটি দিনও অবশিষ্ট থাকে আল্লাহ তাআলা সে দিনকে এত বেশীদীর্ঘায়ীত করবেন যে, আমার বংশ থেকে একজন আবির্ভূত হবে এবং পৃথিবী যেমনঅন্যায়-অত্যাচারে ভরে গিয়েছিল তেমনিভাবে ন্যায়নীতিতে ভরে তুলবেন৷ রাসূল(সা.)-এর কাছে আমি এমনটি শুনেছি। (কামালুদ্দিন, খণ্ড-১, বাব ৩০, হাঃ ৪ এবং৫৮৪)৷

ইমাম আলী (আ.), ইমামমাহ্দী (আ.)-এর কুরআনী হুকুমতকে স্পষ্ট ভাষায় এভাবে বর্ণনা করেছেন: যখন মানুষের নফসহুকুমত করবে তখন (ইমাম মাহ্দী আবির্ভূত হবেন) এবং হেদায়াত ও সাফল্যকে নফসেরস্থলাভিষিক্ত করবেন৷ যেখানে ব্যক্তির মতকে কোরআনের উপর প্রাধান্য দেওয়া হত তাপরিবর্তন হয়ে কোরআনকে সমাজের উপর হাকেম করা হবে (নাহজুল বালাগা খোতবা ১৩৮)৷

তিনি অন্যত্র আরো বলেছেন:আমি আমার শিয়াদেরকে দেখতে পাচিছ যে, কুফার মসজিদে তাবু বানিয়ে কোরআন যেভাবে অবতীর্ণহয়েছিল সেভাবে জনগণকে শিক্ষা দিচেছ (গাইবাতে নোমানি বাব ২১, হাঃ ৩, পৃ.-৩৩৩)৷  সূত্র:
captcha