IQNA

প্রতীক্ষা কারীদের প্রতি ইমাম মাহদীর উপদেশ

23:29 - April 30, 2017
সংবাদ: 2602987
দোয়া তৌফেকে ইমাম মাহদী(আ.) তার প্রতীক্ষাকারীদের জন্য অনেক গুলো উপদেশ দান করেছেন, «اللَّهُمَّ ارْزُقْنَا تَوْفِيقَ الطَّاعَةِ وَ بُعْدَ الْمَعْصِيَةِ ...» তার মধ্যে অন্যতম হচ্ছে গোনাহ থেকে দূরে থাকা এবং আল্লাহর ইবাদত-বন্দেগী করা।

বার্তা সংস্থা ইকনা:: হুজ্জাতুল ইসলাম উমিদিয়ান বলেন, ইমাম মাহদীর প্রতীক্ষাকারীদের দায়িত্ব হচ্ছে সর্বদা আল্লাহর অনুগত করা এবং সকল প্রকার অন্যায় থেকে দূরে থাকা।

দোয়ার একাংশে বলা হয়েছে: «وَ عَلَى الْمُسْتَمِعِينَ بِالاتِّبَاعِ وَ الْمَوْعِظَةِ؛  হে আল্লাহ! শ্রোতাদেরকে অনুসরণ এবং শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ইমাম মাহদী(আ.) এই অংশে সাধারণ মানুষদের জন্য দোয়া করেছেন তারা যেন সর্বদা আল্লাহ, রাসূল এবং ইমামগণের নির্দেশ পালন করে এবং জীবনে ঘটে যাওয়া সকল বিষয় থেকে শিক্ষা গ্রহণ করে।

উমিদিয়ান বলেন: ইমাম মাহদী(আ.) তার এই দোয়াতে মানুষের সার্বিক বিষয়কে লক্ষ রেখেছেন এবং সব বিষয়ের জন্য দোয়া করেছেন: তিনি বলেছেন, وَ عَلَى مَرْضَى الْمُسْلِمِينَ بِالشِّفَاءِ وَ الرَّاحَةِ؛ হে আল্লাহ! আমাদের যারা অসুস্থ তাদেরকে সুস্থতা এবং আরাশ আয়েশ দান করুন।

সুতরাং ইমামগণ আমাদের সকল বিষয় সম্পর্কে অবগত আছেন এবং তাদের দোয়ার বরকতেই আমরা অনেক বিপদ-আপদ থেকে রক্ষা পাই। আর এ জন্যই আমাদের উচিত সর্বদা ইমামগণের নির্দেশ পালন করা এবং ইমাম মাহদীর আবির্ভাব ত্বরান্বিত হওয়ার জন্য দোয়া করা ও ক্ষেত্র প্রস্তুত করা।
captcha