বার্তা সংস্থা ইকনা: গত শুক্রবার (২৮শে এপ্রিল) উগ্র বৌদ্ধরা ইয়াংগুন শহরের দুটি মাদ্রাসার নিকটে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় কর্তৃপক্ষের কোন অনুমতি ছাড়াই মাদ্রাসা দুটির দরজায় শিকল ও তালা ঝুলিয়ে দেয়।
উগ্র বৌদ্ধ সন্ন্যাসী এবং চরমপন্থি বৌদ্ধ দল ''মা বা ছা"র সদস্যদের এই কাজের প্রতিবাদ জানিয়ে স্থানীয় মুসলমানেরা ইয়াংগুন প্রদেশের গভর্নরের নিকট একটি পিটিশন জমা দেয়।
মুসলমানেরা পিটিশনে উল্লেখ করেন: "দীর্ঘ কয়েক বছর যাবক বন্ধকৃত দুটি মাদ্রাসা শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়ে আসছে। ইয়াংগুন শহরের অনেক মুসলমানেরা এই দুটি মাদ্রাসায় লেখাপড়া করেছে।"
বৌদ্ধ সন্ন্যাসী এবং তাদের সমর্থকগণ গত শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করে দাবী করেছে, এই দুটি মাদ্রাসা বেআইনি ভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মুসলমানেরা এই দুটি প্রতিষ্ঠানে নামাজ এবং ইসলামী শ্লোগান দিয়ে আসছে।
এই দুটি মাদ্রাসার কর্তৃপক্ষ ইয়াংগুন শহরের স্থানীয় কর্তৃপক্ষের নিকট মাদ্রাসা দুটির ব্যাপারে পর্যবেক্ষণ করার পরে অপরাধীদেরকে আইনের হাতে তুলে দেয়ার আহ্বান জানিয়েছে।
এছাড়াও মুসলমানেরা 'ভিরাছুর' নেতৃত্বে চরমপন্থি বৌদ্ধ সংগঠন 'মা বা ছা' যে সাম্প্রদায়িক রাষ্ট্রদ্রোহ ষড়যন্ত্র এবং মুসলমান ও বৌদ্ধদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে তার বিচারের আহ্বান জানিয়েছে।
iqna