IQNA

শাসকদের পরামর্শ দেয়ার ব্যাপারে ইমাম আলীর (আ.)নির্দেশ

23:18 - May 12, 2017
সংবাদ: 2603071
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, হক কথা বলা এবং সঠিক পরামর্শ দেয়ার ক্ষেত্রে কোন সংকোচ করবে না। যদিও মহান আল্লাহ আমাকে সর্বদা সঠিক পথেই পরিচালিত করেন, তারপরও আমি চাই সবার পরামর্শ নিয়ে কাজ করতে।


শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: একটি সমাজের বিকাশের ব্যাপারে আলী (আ) বলেছেন: পরামর্শের চেয়ে উত্তম আর কোনো পৃষ্ঠপোষকতা নেই।

রাসূল (সা.) বলেছেন: হে আলী! আসলে মূর্খতার চেয়ে দারিদ্র্য আর কিছু নেই। আর বিচক্ষণতার চেয়ে ফলদায়ক আর কোনো সম্পদ নেই। স্বার্থপরতার চেয়ে ভয়ঙ্কর আর কোনো একাকীত্ব নেই। আর পরামর্শের চেয়ে ভালো কোনো সহযোগিতা নেই। চিন্তা করার মতো কোনো বুদ্ধিবৃত্তি নেই। আর সচ্চরিত্রের মতো কোনো বংশ পরিচয় নেই। আর চিন্তার মতো কোনো ইবাদত নেই।

মহান আল্লাহ বলেন, (গুরুত্বপূর্ণ যেকোনো) কাজের বিষয়ে তাদের সঙ্গে পরামর্শ করো। যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নাও, তাহলে আল্লাহর ওপর ভরসা করো। নিশ্চয় আল্লাহ তাঁর ওপর নির্ভরশীলদের ভালোবাসেন। (সুরা আলে ইমরান- ১৫৯)

আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.) রাসুলুল্লাহ (সা.)-এর কাছে জানতে চাইলেন, হে আল্লাহর রাসুল! আমরা যদি এমন কোনো বিষয়ের সম্মুখীন হই, যা কোরআন ও হাদিসে নেই, তখন কি করব?’ রাসুলুল্লাহ (সা.) বললেন: তখন সবাই মিলে পরামর্শ করে নেবে।

সামষ্টিক কাজে পরামর্শ করে কাজ অত্যন্ত জরুরি। বিশেষত সামাজিক ও রাষ্ট্রীয় কাজে পরামর্শ করার বিশেষ গুরুত্ব আছে। রাষ্ট্রপ্রধানরা গণমানুষের প্রতিনিধি। তাই গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বসাধারণের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেওয়া, তাদের সঙ্গে শলাপরামর্শ করা তাঁদের অন্যতম কর্তব্য।

পরামর্শের তাগিদ দিয়ে, বিশ্বাসী মানুষের প্রশংসা করে আল্লাহ তায়ালা বলেন: তাদের যাবতীয় কাজকর্ম নিজেদের মধ্যে পরস্পরিক পরামর্শ নিয়ে সাধিত হয়। (শুরা- ৩৩) 
ট্যাগ্সসমূহ: ইকনা ، আলী ، শাসক ، হযরত ، আল্লাহ ، মহান ، রাসূল
captcha