IQNA

আমেরিকায় মসজিদের অবমাননা

23:53 - July 11, 2017
সংবাদ: 2603413
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার টেনেসি রাজ্যের ম্যারুফ্রিজব্যারু অঞ্চলের একটি মসজিদের গেটে অজ্ঞাত পরিচয়ের ইসলাম বিদ্বেষীরা ৯ জুলাই অবমাননাকর কুটুক্তি এবং শুকরের মাংস ঝুলিয়ে রেখে মসজিদের অবমাননা করেছে।
আমেরিকায় মসজিদের অবমাননা

বার্তা সংস্থা ইকনা: মসজিদের মুল ভবনের পূর্ব এবং মসজিদ সংলগ্ন বাস্কেটবল খেলার মাঠের প্রবেশ দ্বারে এসকল অবমাননাকর উক্তি রেখে ইসলাম বিদ্বেষীরা পালিয়ে যায়। মহান "আল্লাহ"র নামের সাথে কুটুক্তিমূলক মন্তব্য করে এই পবিত্র নামের অবমাননা করেছে। অপরাধীরা নিজেদেরকে বিধ্বংসী গ্রুপ বলে অভিহিত করেছে।
টেনেসি রাজ্যের পুলিশ জানিয়েছেন, ইসলামের প্রতি বিদ্বেষ থাকার করার অপরাধীরা এই কাজ করেছে। আমরা অপরাধীদের গ্রেফতার করার জন্য তদন্ত শুরু করেছি।
ইসলাম বিদ্বেষীদের এই কাজের নিন্দা জানিয়ে রাদারফোর্ড" শহর এবং টেনেসি রাজ্যের ডেমোক্রেটিক পার্টি পৃথক পৃথক বানী প্রদান করে মুসলমানদের সাথে নিজেদের সমর্থনের বিষয়টি ঘোষণা করেছে।

iqna

captcha