IQNA

লন্ডনে আবারও পবিত্র কুরআনের অবমাননা

21:12 - July 23, 2017
সংবাদ: 2603489
আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনে এবার ইসলাম বিদ্বেষীরা ভিন্ন পন্থায় পবিত্র কুরআনের অবমাননা করছে। ইসলাম বিদ্বেষীরা পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিরে খামে করে চিঠির আকারে মুসলমানদের বাড়ী প্রেরণ করছে। এমনই অবমাননাকর এক চিঠি লন্ডনের এক মুসলিম পরিবারের হাতে পৌঁছেছে।
লন্ডনে আবারও পবিত্র কুরআনের অবমাননা
বার্তা সংস্থা ইকনা: মুসলিম পরিবারের অভিভাবক চিঠিটি খোলার পর অনেক মর্মাহত হয়েছেন।
লন্ডনের ইসলাম বিদ্বেষী রেকর্ডিং এবং পর্যবেক্ষণ সংস্থা 'টেল মামা'র সাথে এক সাক্ষাতকারে ঐ পরিবারের এক মেয়ে বলেন: যখন আমার বাবা মর্মাহত অবস্থায় পবিত্র কুরআনের ঐ ছেড়া পৃষ্ঠাটি আমার হাতে দিলো তখনকার পরিস্থিতি বর্ণনা করা আমার জন্য আসলেই অনেক কঠিন। প্রথমে আমি স্তব্ধ হয়ে গিয়েছি। তারপর ক্রুদ্ধ ও পরবর্তীতে ভয় পেয়ে গিয়েছি।
তিনি আরও বলেন: এই চিঠিটি ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের হাতে পৌঁছেছে। আমার নানী প্রায় ২০ বছর ধরে আমাদের সাথে থাকতেন। কিছুদিন হল তিনি মারা গিয়েছেন। এমন পরিস্থিতিতে এই চিঠিটি আসার পর আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।
iqna





captcha