
শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আল্লাহর রহমত হচ্ছে সকল বান্দাদের জন্য সমান ও অভিন্ন। কিন্তু এ রহমত পেতে হলে উপযুক্ততা অর্জন করতে হয়। আর এ উপযুক্ততার উপর নির্ভর করে রহমত প্রাপ্তির তারতম্য।
তওবার অর্থ হচ্ছে কৃত অপরাধ ও অন্যায় কর্মের জন্য অনুশোচিত হওয়া। অর্থাৎ ভবিষ্যতে কখনও গুনাহ করবে না এবং কোন অপরাধ কর্মে নিজেকে কলুষিত করবে না- মহান আল্লাহর সাথে এমন প্রতিশ্রুতি জ্ঞাপন করা।
রহমতের দরজা হচ্ছে যারা আল্লাহর প্রতি গাফেল হয়েছে কিংবা নাফরমানী করে, তাদের সাথে কঠোর ও রূঢ় আচরণ না করা। বরং মহানুভবতা ও বিশেষ দয়া ও স্নেহের পরশে তাদেরকে কোলে টেনে নেয়া। যাতে তারা উক্ত রহমতের পরশে আশাবাদী হয় ও সুপথে আসতে পারে।