IQNA

হাদীসে গাদীর কেন এত তাৎপর্যবহ?

23:55 - September 04, 2017
সংবাদ: 2603753
রাসূল (সা.) থেকে বর্ণিত প্রশিদ্ধ ও মোতাওয়াতির বা ধারাবাহিকভাবে বর্ণিত এবং নির্ভরযোগ্য সূত্রে বণিত হাদীসসমূহে অন্যতম হচ্ছে হাদীসে গাদীর। এ হাদীসের মূল অংশ হচ্ছে মান কুনতু মাওলা ফা হাজা আলীউন মাওলা অর্থাৎ আমি যার মাওলা (অভিভাবক) এ আলীও তার মাওলা।
হাদীসে গাদীর কেন এত তাৎপর্যবহ?

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: প্রকৃতপক্ষে ইসলামে গাদীরের ঘটনার ন্যায় এমন কোন ঘটনা নেই; যা ইসলাম ও মুসলিমদের জন্য গুরুত্ব ও তাৎপর্য বহন করে। কেননা গাদীরের ঘটনায় আল্লাহ তায়ালা একদিকে মুসলমানদের নেতৃত্ব ও দিকনির্দেশনার বিষয়টি সুস্পষ্ট করেছেন এবং অপর দিকে এ ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তার নেয়ামতকে পরিপূর্ণ এবং ইসলামকে তার মনোনীত ধর্ম হিসেবে নির্বাচন করেছেন।  

ইতিহাসের বর্ণনা অনুযায়ী দশম হিজরিতে বিদায় হজ থেকে ফেরার পথে ‘গাদীরে খুম’ নামক স্থানে হাজিদের এক বিশাল সমাবেশে মহানবী (স.) আলী (আ.) কে মুসলমান ও মু’মিনদের নেতা হিসেবে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন-

আমি যার মাওলা (অভিভাবক) আলীও তার মাওলা।” এই বাক্যটি তিনি তিনবার পুনরাবৃত্তি করেছিলেন। এরপর বললেন:- "হে আল্লাহ! তাকে তুমি ভালবাসত যে আলীকে ভালবাসে ও তুমি তার প্রতি শত্রুতা পোষণ কর যে আলীর প্রতি শত্রুতা পোষণ করে; তুমি সহযোগিতা কর তাকে যে আলীকে সহযোগিতা করে, তুমি তাকে নিঃসঙ্গ কর যে আলীকে একা রাখে এবং সত্যকে আলীর সাথে রাখ তা যে দিকেই থাক না কেন”।

সুতরাং হাদীসে গাদীরের মাধ্যমে রাসূলের (সা.) পর এ উম্মাতের হেদায়েত ও দিকনির্দেশনার ন্যায় গুরুত্বপূর্ণ বিষয় তথা রাসূলের (সা.) উত্তরসূরী ও স্থলাভিষিক্তের বিষয়ের সমাধান হয়েছিল।
ট্যাগ্সসমূহ: গাদীর ، রাসূল ، ইকনা ، ইসলাম ، আলী ، নবী ، নেতা
captcha