IQNA

চীনে ইমাম মোহাম্মাদ বাকির (আ.)-এর শাহাদাত বার্ষিকী পালিত

17:39 - October 14, 2013
সংবাদ: 2604059
আন্তর্জাতিক বিভাগ: চীনে ইরানী দুতাবাসের পক্ষ থেকে ইমামত আকাশের পঞ্চম জ্যোতির্ময় তারকা ইমাম মুহাম্মাদ বাকির (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৩ই আষ্টোবরে শোক মজলিস অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: চীনে অবস্থিত ইরানী ছাত্র এসোসিয়েশনের প্রতিবেন অনুযায়ী, উক্ত শোক মসলিস ইরানী রাষ্ট্রদূত জনাব সাফারী এবং ইরানী শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
শোকানুষ্ঠানের উপান্তে ইরানী ছাত্রদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের আলোতে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, এই অনুষ্ঠান স্থানীয় সময় দুপুর ১৫:৩০টায় চীনে অবস্থিত ইসলামী প্রজাতন্ত ইরানের দুতাবাসে অনুষ্ঠিত হয়েছে।
1301827
captcha