IQNA

নটিংহামে মসজিদ হামলাকারী গ্রেফতার

16:38 - October 28, 2017
সংবাদ: 2604185
আন্তর্জাতিক ডেস্ক: জুন মাসে ইংল্যান্ডের নটিংহামের একটি মসজিদের দরজায় ইসলাম বিদ্বেষীরা শুকরের মাংস ফেলে পবিত্র স্থানের অবমাননা করেছে। ইংল্যান্ডের পুলিশ ঘাতকদের সনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
নটিংহামে মসজিদ হামলাকারী গ্রেফতার

বার্তা সংস্থা ইকনা: ২৮ বছরের জেমি মলিঞ্জ এবং ৩‌১ বছরের ম্যাথু স্যারসফিল্ড ১৮ জুন শুকরের মাংস দরজায় ফেলে রেখে জর্জের (বানী ইস্রায়েলিদের পয়গাম্বর) পতাকা মসজিদের সমলে ঝুলিয়ে সেলফি তুলেছে।
ইংল্যান্ডের আদালত স্যারসফিল্ডকে ১১০ ইউরো জরিমানা এবং জেমিকে ১০ দিনে ৪০ ঘণ্টা মসজিদের সেবা নিয়োজিত থাকার নির্দেশ দিয়েছে।
নটিংহাম মসজিদ বোর্ডের প্রধান ড. মোগাল বলেন: এই ঘটনা দেখার পর আমরা আতঙ্কে  এবং অনিরাপত্তা মধ্যে ছিলাম।
ম্যাথু স্যারসাফিল্ড অনুশোচনা করে বলেছেন: এই কাজ করে আমি ভুল করেছি। এরপূর্বে কখনোই আমি এধরণের কাজ করিনি।
iqna

captcha