IQNA

লন্ডনে কোরবানি ঈদ উপলক্ষে তিন দিন স্কুল ছুটি

23:55 - October 17, 2013
সংবাদ: 2604812
আন্তর্জাতিক বিভাগ: লন্ডনে পবিত্র কোরবানি ঈদ উপলক্ষে ‘ব্ল্যাকবার্ন’ শহরের ‘হুইটনি পার্ক’ উচ্চ বিদ্যালয়ে সহস্রাধিক অমুসলিম শিক্ষার্থীদের জন্য তিন দিন ছুটি ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ।
‘express.co.uk’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘ব্ল্যাকবার্ন’ শহরের ‘হুইটন পার্ক’ উচ্চ বিদ্যালয়ে অর্ধেক শিক্ষার্থী মুসলমান। এজন্য স্কুল কর্তৃপক্ষ পবিত্র কোরবানি ঈদ উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করেছেন।
মুসলিম শিক্ষার্থীদের পিতা-মাতার আবেদনে উক্ত স্কুলের প্রধান শিক্ষক ‘ডিন লোগান’ এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
স্কুল ছুটির সিদ্ধান্ত নেওয়ার পূর্বে প্রধান শিক্ষক বলেছেন: হুইটন পার্ক’ উচ্চ বিদ্যালয় একটি ধর্মনিরপেক্ষ স্কুল এবং কোরবানি ঈদ উপলক্ষে এই স্কুল ছুটি দেওয়া উচিত নয়। কারণ কোরবানি ঈদের খুশি লন্ডনের জনগণের জন্য কোন জাতিয় খুশি নয় এবং কোরবানি ঈদ উপলক্ষে অমুসলিম শিক্ষার্থীদের তিন দিন ছুটি প্রদান করার কোন যুক্তিসংগত কারণ নেয়।
এমতাবস্থায়, ব্ল্যাকবার্ন শহরের সিটি কাউন্সিল ঘোষণ করেছে, প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকের নিজ ক্ষমতাবলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে স্কুল ছুটি অধিকার রয়েছে।
হুইটন পার্ক’ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ‘ডিন লোগান’ বলেছেন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে স্কুল বন্ধ দেওয়ার অধিকার আমাদের রয়েছে। চলতি বছরে স্কুল ছাত্রদের উপস্থিতির হার ৯৭ শতাংশ। অন্যান্য স্কুলের তুলনায় উপস্থিতির হার অনেক গুন বেশী রয়েছে।
‘ডিন লোগান’ ব্ল্যাকবার্ন শহরের সিটি কাউন্সিলের একজন সদস্য হিসেবে বলেন, স্কুল ছুটি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত, স্কুলের প্রধান শিক্ষকের উপর নির্ভর করে।
1303616
captcha