বার্তা সংস্থা ইকনা: মিশরের অ্যাসিউট প্রদেশের কেন্দ্রীয় শহর গানায়েমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার সাথে সাথে প্রতিবেশী মুসলশানেরা তাদের বাড়ীর ছাদ এবং দেওয়ালে উঠে বাড়ীর পানির পাইপ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মিশরের সংসবাদ সংস্থা জানিয়েছে, আগুন নিভানোর সময় ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জন মুসলমান।
iqna