IQNA

মিশরের চার্চের আগুন নিভালেন মুসলমানেরা

22:20 - July 23, 2018
1
সংবাদ: 2606283
আন্তর্জাতিক ডেস্ক: আজ (রবিবার) মিশরের অ্যাসিউট প্রদেশের একটি চার্চে আগুন লাগে। আগুন দেখে মুসলমানেরা ছুটে যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মিশরের চার্চের আগুন নিভালেন মুসলমানেরাবার্তা সংস্থা ইকনা: মিশরের অ্যাসিউট প্রদেশের কেন্দ্রীয় শহর গানায়েমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার সাথে সাথে প্রতিবেশী মুসলশানেরা তাদের বাড়ীর ছাদ এবং দেওয়ালে উঠে বাড়ীর পানির পাইপ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মিশরের সংসবাদ সংস্থা জানিয়েছে, আগুন নিভানোর সময় ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জন মুসলমান।
iqna

 

ট্যাগ্সসমূহ: মিশর ، চার্চ ، আগুন ، ইকনা ، মুসলমান ، আহত
প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
agnufuwk
0
0
20
captcha