বার্তা সংস্থা ইকনা: প্রথম ইসলামিক-খ্রিস্টান কিন্ডারগার্টেনে আগস্ট মাসের শুরু থেকে ১৫ জন শিশু নিয়ে চালু করা হয়েছে। কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা বলেছেন, এই কিন্ডারগার্টেনের এক তৃতীয়াংশ শিশু মুসলমান এবং এক তৃতীয়াংশ শিশু খ্রিস্টান এবং বাকী শিশুদের অভিভাবকগণ কোন ধর্মে অনুসরণ করেন না।
আবেবালামের উদ্ধৃতি দিয়ে জার্মানিতে ইরানের কালচারাল কাউন্সিলার বলেছেন: অতি শীঘ্রই এটি জার্মানের অনন্য কিন্ডারগার্টেন হিসেবে খ্যাতি অর্জন করবে। কিন্ডারগার্টেনের পরিচালক লিন্ডা মিয়েনস উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন: "প্রকৃতপক্ষে এই কিন্ডারগার্টেনে ধর্মের প্রতি বিশ্বাসীদের অগ্রাধিকার থাকবে। এদিক থেকে আমাদের কিন্ডারগার্টেন জার্মানের অন্যান্য কিন্ডারগার্টেন থেকে ভিন্ন।"
দীর্ঘ দু'বছর পরিকল্পনা ও চেষ্টার পর এই মাস থেকে মুসলিম, খ্রিস্টান ও ধর্মনিরপেক্ষ ১৫ জন শিশু "ইব্রাহীম কিন্ডারগার্টেনে" এসেছে। এই কিন্ডারগার্টেনের শিশুদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ১ থেকে ৫ বছরের শিশুদের ক্রিসমাস, ঈদ এবং রমজানের উৎস সম্পর্কে জ্ঞাত করা হবে। এছাড়াও এই দিনগুলো কেন অন্যান্য ধর্মের অনুসারীদের নিকটে গুরুত্বপূর্ণ নয় সেসম্পর্কেও তাদেরকে অবগত করা হবে। উক্ত কিন্ডারগার্টেনে শিশুদেরকে হালাল খাবার দেওয়া হবে। ইসলামী আইন অনুযায়ী খাদ্যদ্রব্য সংগ্রহ করা হবে।
এছাড়া শিশুদেরকে ধর্মীয় বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে শিক্ষা প্রদান করা হবে। যাতেকরে শিক্ষার্থীরা এই দুই ধর্ম সম্পর্কে অধিক অবগত হতে পারে। কিন্ডারগার্টেনের সকল প্রকল্প গাইফাহর্ণের ডিটিব মসজিদ, সেন্ট আলফ্রেড ক্যাথলিক সম্প্রদায় এবং চ্যারিটি ডায়াকননিয়া (জার্মানিতে প্রটেস্টান্ট চ্যারিটি ফাউন্ডেশন) সমর্থনে বাস্তবায়ন করা হবে।
iqna