IQNA

12:24 - July 20, 2019
সংবাদ: 2608933
আন্তর্জাতিক ডেস্ক: কাবুল বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনে বোমা বিস্ফোরণের ফলে ৬ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের রাজধানীতে গতকাল (১৯শে জুলাই) সকালে কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে এই বিস্ফোরণ ঘটেছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের বিচার বিভাগে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সহস্রাধিক মানুষের উপস্থিত হওয়া কথা ছিল।
আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার টুইটারে তার নিজস্ব পেজে লিখেছে: বোমা বিস্ফোরণের ফলে ৬ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত ক্লিনিকে স্থানান্তর করা হয়েছে।
এই হামলার কারণ ও উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবিস্ফোরিত বোমা উদ্ধার করে সেগুলো নস্যাৎ করেছে।
এখনও পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়ভার গ্রহণ করেনি।   iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: