IQNA

বার্লিনের ইসলামিক সেন্টার হতে প্রকাশিত;
0:01 - March 01, 2021
সংবাদ: 2612371
তেহরান (ইনকা): বার্লিনের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টার হযরত যায়নাব কোবরা (সা. আ.)এর ওফাত বার্ষিকী উপলক্ষে একটি ক্লিপ প্রকাশ করেছে।

১৫ই রজব হযরত যায়নাব (সা. আ.)এর ওফাত বার্ষিকী উপলক্ষে এই ক্লিপটি “হযরত যায়নবার (সা. আ.); সত্যের প্রদীপ্ত প্রভাব” বার্লিনের ইসলামিক সেন্টারের ভার্চুয়াল পৃষ্ঠাগুলোয় প্রকাশিত হয়েছে। 
 
এই ক্লিপটির প্রযোজক “মুহাম্মাদ (সা.) বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ফাউন্ডেশন”। ক্লিপটিতে কারবালার বাগ্মী নারী  হযরত যায়নাব (সা. আ.)এর মহান ব্যক্তিত্ব ও গুণাবলীর ব্যাখ্যা করা হয়েছে। এই ক্লিপটি বার্লিনের ইসলামিক সেন্টারের পক্ষ থেকে পুনঃপ্রকাশিত হয়েছ। iqna
 
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: