ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের ইসলামি শিক্ষা বিষয়ক বিভাগের প্রধান মেরাজুল ইসলাম গত বৃহস্পতিবার ইরানি কালচারাল সেন্টারের কর্মকর্তা রেজা ইউসুফির সাথে সাক্ষাত ও মতবিনিময় করেছেন।
মেরাজুল ইসলাম, কুরআনিক সংস্কৃতির প্রসারের প্রতি গুরুত্বারোপ করে বলেন : অতি শীঘ্রই আমরা খায়বার পাখতুনখোয়া প্রদেশের কুরআন প্রশিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করবো।
পেশোয়ারে কুরআন বিষয়ক সম্মেলন আয়োজনের ইরানের সহযোগিতা কামনা করে তিনি বলেন : কুরআন বিষয়ক সম্মেলনের আয়োজন পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের অপর কর্মসূচীর অন্যতম। যা আয়োজনের জন্য ইরানি কালচারাল সেন্টারের সহযোগিতা আমাদের কাম্য।
এ সময় তিনি ‘পেশোয়ার ইসলামিক’ নামক এ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত পত্রিকার প্রতি ইঙ্গিত করে বলেন : যদি ইরানি গবেষকরা তাদের প্রবন্ধ প্রেরণ করেন তবে সেগুলোকে এ পত্রিকায় স্থান পাবে।