বার্তা সংস্থা ইকনা: ইসলাম ধর্ম অবমাননার দায়ে লেবাননের আহলে সুন্নতদের সর্ব্বোচ্চ প্রতিষ্ঠান দারুল এফতা সেদেশের পরিচালক শারিল খলিলের বিরুদ্ধে অভিযোগ করেছে। এ অভিযোগের ফলে গতকাল ২৩শে ফেব্রুয়ারি বৈরুত আদালতে এ পরিচালকে উপস্থিত করা হয়েছে।
লেবাননের দারুল এফতা এ পরিচালকের বিরুদ্ধে ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর চিত্র সামাজিক নেটওয়ার্ক "টুইটারে" নিজের ব্যক্তিগত পৃষ্ঠায় প্রকাশ করার অভিযোগে অভিযুক্ত করেছে।
অবমাননাকর এ চিত্রে আইএসআইএলের পতাকার চিহ্ন এবং জিহাদে নিকাহ’র প্রচার এবং ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মাদকে (সা.) অবমাননা করা হয়েছে।
শারিল খলিল গতকাল বৈরুত আদালতে উপস্থিত হয়ে বলেছেন: এ চিত্রের উদ্দেশ্য হচ্ছে, ইসলাম ধর্মে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল যে সকল ক্ষতিসাধন করেছে সেগুলো প্রকাশ করা।
2889306