বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের ‘আয্যালাফী’ প্রদেশের কুরআন হেফজ আঞ্জুমানের পক্ষ থেকে মসজিদুল নাবাবি এবং মসজিদুল হারামের প্রধানের তত্বাবধানে ৬ষ্ঠতম ‘আল ফাহাদ পুরস্কার’ কুরআন হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উক্ত কুরআন প্রতিযোগিতা ১৪২৮ শুরু হয় এবং হেফজ, তেলাওয়াত এবং কুরআন চর্চার ওপর উৎসাহিত করার উদ্দেশ্যে এ পর্যন্ত প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে।
উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারীকে ৩ লাখ সৌদি রিয়াল অনুদান করা হবে এবং নারী ও পুরুষদের জন্য মোট পাচট বিভাগে অনুষ্ঠিত হবে।
2890461