Alweeam ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ‘কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্সে’র পরিচালক মুহাম্মাদ সালেম বিন শাদিদ আল-আওফি এ সম্পর্কে বলেছেন : হিব্রু ও জাপানিজ ভাষায় কুরআন অনুবাদের কাজ আমাদের হাতে রয়েছে।
তিনি বলেন : জাপানিজ ভাষায় অনুবাদের কাজ সমাপ্ত হয়েছে এবং বর্তমানে সম্পাদনা ও রিভিউশনের কাজ চলছে। আগামী রমজান মাসে আমরা এ অনুবাদ প্রকাশ করতে সক্ষম হব বলে আশাবাদী।
আল-আওফি বলেন : হিব্রু ভাষায় অনুবাদের কাজও সমাপ্ত হয়েছে এবং ইতিমধ্যে সম্পাদনা ও রিভিউশনের জন্য প্রদান করা হয়েছে। প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর প্রকাশের জন্য ছাপাখানায় প্রেরণ করা হবে এ অনুবাদটিও।
তার সংযোজন : মদিনায় অবস্থিত ‘কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স’ বর্তমানে বিভিন্ন ভাষায় কুরআন অনুবাদের কাজ হাতে নিয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে, ড্যানিশ, আমাযিগী, পিলিপিনো, তাজিকি, কুর্দি, মালায়, নেপালি, কানারি, তামিল ও তেলেগু ইত্যাদি।
উল্লেখ্য, ‘কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্সে’ এ নাগাদ ৬৩টি ভাষায় অনূদিত কুরআন শরিফ প্রকাশ করেছে।#2891557