IQNA

কাবুলে কুরআন প্রতিযোগিতায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণ

22:50 - February 25, 2015
সংবাদ: 2897138
আন্তর্জাতিক বিভাগ: আফগানিস্তানের রাজধানী কাবুলে নারীদের জন্য অনুষ্ঠিত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় উত্তীর্ণদের ‘ইমাম জামান (আ.)’ মসজিদে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি কাবুলে ‘ইমাম জামান (আ.)’ মসজিদে ‘শক্তির প্রতীক; ‘যায়নাব (সা. আ.)’ শিরোনামে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ শীর্ষক সেমিনারের উপান্তে সেদেশের নারীদের জন্য কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ৫ জান শীর্ষস্থানে উত্তীর্ণদের মধ্যে কাবুলের ‘ইমাম জামান (আ.)’ মসজিদে পুরস্কার বিতরণ করা হয়েছে।
হযরত যায়নাব (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে কুরআনিক নারীদের উপস্থিতিতে ‘যায়নাব (সা. আ.)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সেমিনারে হযরত যায়নাব (সা. আ.)এর জীবনীর আলোকে উপস্থিত ভদ্র মহিলাগণ বক্তৃতা পেশ করেন।
এ সেমিনারের বক্তারা হযরত যায়নাব (সা. আ.)এর পবিত্র জন্ম এবং তান উপনামের আলোকে বিস্তারিত আলোচনা করেন।
2895898

captcha