IQNA

ফিনল্যান্ডে কুরআন বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার শুরু

5:00 - February 27, 2015
সংবাদ: 2904327
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : ফিনল্যান্ডের রেডিও ও টেলিভিশন সংস্থা (ALE) গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি), এদেশের রেডিও চ্যানেল থেকে কুরআন বিষয়ক এক ধারাবাহিক অনুষ্ঠান সম্প্রচার শুরু হওয়ার তথ্য প্রকাশ করেছে।


মানারাহ ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ALE এর নিজস্ব ওয়েব সাইটে উল্লেখ করা হয়েছে, অনুষ্ঠানটি ‘রেডিও ওয়ান’ চ্যানেল থেকে –যার সারা দেশ ব্যাপী সম্প্রচারিত হয়- আগামী ৭ই মার্চ থেকে ৬০ পর্বে সম্প্রচারিত হবে এবং প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ৩০ মিনিট।

কুরআন ও ইসলামি সংস্কৃতি সম্পর্কে ফিনল্যান্ডের জনগণকে অবগত কর উদ্দেশ্যে এ কর্মসূচী গৃহীত হয়েছে। যাতে উত্তর ইউরোপের এ দেশটিতে বিভিন্ন ধর্মের অনুসারীদের শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরী হয় এবং তাদের মধ্যকার সম্পর্ক আরো শক্তিশালী হয়।

ফিনল্যান্ডে সংখ্যালঘু মুসলিম পরিষদ প্রধান ‘আনাস আল-হাজ্জার’ এবং ফিনিশ ভাষায় অনূদিত কুরআন শরিফের অনুবাদক ও হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ‘জাকো হাইমিন আনতিলা’ কুরআন ভিত্তিক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করবেন।

আনাস আল-হাজ্জার এ সম্পর্কে বলেন : ফিনল্যান্ড সমাজে বসবাসরত মুসলমান ও অন্য ধর্মের অনুসারীদের মধ্যকার সম্পর্ক শক্তিশালী করার পথে রেডিও থেকে প্রচারিত এ অনুষ্ঠান গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত।

বলাবাহুল্য, ফিনল্যান্ড সরকারের ঘোষণার ভিত্তিতে দেশটিতে ৬০ হাজার মুসলমান বাস করে। এদের মাঝে সুমালিয়া ও ইরাকের শরণার্থীদের সংখ্যাই বেশী।



2894724

captcha