IQNA

আইএসআইএলের অসহনীয় সহিংসতাকে নিন্দা জানিয়েছেন পোপ

16:53 - March 02, 2015
সংবাদ: 2917884
আন্তর্জাতিক বিভাগ: বিশ্ব ক্যাথলিক খ্রিস্টান নেতা ইরাক ও সিরিয়ায় খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের প্রতি আইএসআইএলের কার্যক্রমকে ‘অসহনীয় সহিংসতা’ বলে অভিহিত করেছেন এবং তাদের কার্যক্রমকে তীব্র নিন্দা জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: বিশ্ব ক্যাথলিক খ্রিস্টান নেতা পোপ ফ্রান্সিস ২য় মার্চ রবিবারে ইরাক ও সিরিয়ায় খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের প্রতি আইএসআইএলের অসহনীয় সহিংসতাকে তীব্র নিন্দা জানিয়েছেন।

সাপ্তাহিক ইবাদতের পর পোপ, রোমের সানাপিয়ার চত্বরে আইএসআইএলের নাম উল্লেখ না করে বলেন: দুর্ভাগ্যবশত, ইরাক এবং সিরিয়া থেকে সর্বদা দুঃখের খবর আসছে।
সিরিয়ার হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের হাসকা নামক প্রদেশে নৃশংস ভাবে হামলা চালিয়ে ২২০ আসিরিয়ান খ্রিস্টানকে অপহরণ করেছে।
পোপ বলেন: “আমরা অবিলম্বে এ অসহনীয় সহিংসতা সমাপ্তির জন্য আহ্বান জানাচ্ছি”।
তিনি আরও বলেন: “যারা কঠিন পরিস্থিতিতে আছেন আমরা নিশ্চিত ভাবে বলব যে, আমরা তাদেরকে ভুলিনি এবং তাদের সাথে আছি। আমরা অবিলম্বে এ অসহনীয় সহিংসতা সমাপ্তির জন্য আহ্বান জানাচ্ছি”।
2917707

captcha