তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থার ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : তুরস্কের আরযাজান প্রদেশের ‘উতলুক বালি’ শহরে দোয়া পাঠ ও কুরআন তেলাওয়াতের ধারাবাহিক সভা অনুষ্ঠিত হয়ে থাকে। এ সভা প্রতি বৃহস্পতিবার মাগরিবের নামাযের আগে শহরের মুফতি ‘সাইহান আওযসু’র উপস্থিতিতে শহরের উপকণ্ঠে অবস্থিত বিভিন্ন গ্রাম ও মসজিদ পরিদর্শনের সাথে হয়ে থাকে।
প্রতি বৃহস্পতিবার জনগণ শহর অথবা গ্রামের একটি মসজিদে সমবেত হয় এবং মাগরিবের নামাযের পূর্বে দোয়া পাঠ ও কুরআন তেলাওয়াত করে থাকে।
বলাবাহুল্য, প্রতিটি সভা মাগরিবের নামাযের পর মুফতি সাইহানে’র বক্তৃতা এবং আপ্যায়নের মাধ্যমে সমাপ্তি ঘটে।