IQNA

তুরস্কের আরযানজান প্রদেশে ধারাবাহিক কুরআন মাহফিলের আয়োজন

15:20 - March 05, 2015
সংবাদ: 2931988
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : ধর্মীয় শিক্ষা প্রসার এবং তুরস্কের জনগণকে পবিত্র কুরআনের আয়াতসমূহের অর্থের সাথে অধিক পরিচিত করার লক্ষ্যে তুরস্কের আরযানজান প্রদেশের ‘উতলুক বালি’ শহরে কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।


তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থার ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : তুরস্কের আরযাজান প্রদেশের ‘উতলুক বালি’ শহরে দোয়া পাঠ ও কুরআন তেলাওয়াতের ধারাবাহিক সভা অনুষ্ঠিত হয়ে থাকে। এ সভা প্রতি বৃহস্পতিবার মাগরিবের নামাযের আগে শহরের মুফতি ‘সাইহান আওযসু’র উপস্থিতিতে শহরের উপকণ্ঠে অবস্থিত বিভিন্ন গ্রাম ও মসজিদ পরিদর্শনের সাথে হয়ে থাকে।

প্রতি বৃহস্পতিবার জনগণ শহর অথবা গ্রামের একটি মসজিদে সমবেত হয় এবং মাগরিবের নামাযের পূর্বে দোয়া পাঠ ও কুরআন তেলাওয়াত করে থাকে।

বলাবাহুল্য, প্রতিটি সভা মাগরিবের নামাযের পর মুফতি সাইহানে’র বক্তৃতা এবং আপ্যায়নের মাধ্যমে সমাপ্তি ঘটে।



2924623

captcha