IQNA

ইরাকের প্রাচীন সভ্যতার নিদর্শন ধ্বংস করল আইএসআইএল

15:01 - March 06, 2015
সংবাদ: 2935118
আন্তর্জাতিক বিভাগ: উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ইরাকের উত্তরাঞ্চলীয় নিমরুদ শহরে প্রাচীন সভ্যতার নিদর্শন ধ্বংস করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের পর্যটন ও পুরাতত্ত্ব মন্ত্রণালয় জানিয়েছে: উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল দেশের উত্তরাঞ্চলীয় প্রাচীন অ্যাসিরীয় শহর নিমরুদের ঐতিহাসিক সভ্যতার নিদর্শন ধ্বংস করেছে।
এ মন্ত্রণালয় আরও জানিয়েছে: জঙ্গিরা ভারী যান দিয়ে খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতাব্দীর এ সভ্যতা ধ্বংস করছে।
নেইনাওয়া প্রদেশের কয়েকজন বলেন: সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সদস্যরা এক সপ্তাহ পূর্বে থেকে এ ঐতিহাসিক শহর ধ্বংস করার পরিকল্পনা এবং ব্যবস্থা গ্রহণ করছে।
এর পূর্বে উগ্র সন্ত্রাসী আইএসআইএল তাদের নিয়ন্ত্রিত মসুল শহরের একটি যাদুঘরের ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করার একটি ভিডিও প্রকাশ করেছে।
2935066

captcha