IQNA

শিয়াদের নিকট আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চাইলো পাকিস্তানের ‘জিউ’ টিভি

8:54 - March 09, 2015
সংবাদ: 2952113
আন্তর্জাতিক বিভাগ: শিয়া বিরোধী সন্ত্রাসী দলের প্রধানের সাক্ষাতকার প্রচারের জন্য পাকিস্তানের ‘জিউ’ টিভির কর্মকর্তাগণ শিয়াদের নিকট আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চেয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি পাকিস্তানে শিয়া বিরোধী ‘আল সুন্নাতু ওয়াল জামায়াত’ নামক দলের নেতা আহমেদ লেদিহয়িনুভী’র অবমাননাকর সাক্ষাতকার ‘জিউ’ টিভিতে প্রচার করা হয়। আর এর প্রতিবাদে সেদেশের মুসলমানেরা গত ২৩শে ফেব্রুয়ারি দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ করেন। আর এরফলে জিউ টেলিভিশন নেটওয়ার্কের কর্মকর্তাগণ আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চেতে বাধ্য হয়।

জিউ টেলিভিশন নেটওয়ার্কের প্রধান শাকিল আল রহমান টেলিভিশন ও পত্রিকায় আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চেয়েছেন এবং মুসলিম ঐক্যের কেন্দ্রীয় পরিষদে শিয়া বিরোধী ও অবমাননাকর সাক্ষাতকার প্রচারের জন্য ক্ষমা চেয়েছেন।
মুসলিম ঐক্যে পরিষদের মহাসচিব হুজ্জাতুল ইসলাম আমিন শাহিদীর সাথে সাক্ষাতকারে উক্ত টেলিভিশনের কর্মকর্তাগণ বলেন: আমাদের টেলিভিশন শিয়া মযহাব সম্পর্কে খারাপ মতামত প্রচার করার জন্য আমরা অতি দুঃখিত এবং এ জন্য ক্ষমা চাচ্ছি। আমরা বলব যে, পাকিস্তানের সমাজে শিয়ারা অতি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ এবং আমরা তাদের থেকে আলাদা নয়।
বলাবাহুল্য, শিয়া বিরোধী দলের নেতা আহমেদ লেদিহয়িনুভী বহুবার তার সাক্ষাতকারে শিয়া ধর্মীয় বৈধতা এবং তাদের আকিদা সম্পর্কে মিথ্যা বিবৃতি প্রকাশ করেছে। এছাড়াও এ ব্যক্তি দীর্ঘ দিন যাবত আহলে বাইতের (আ.) অনুসারীদেরকে নিজের শত্রু মনে করে এবং পাকিস্তানে শিয়া হত্যা জন্য এ সন্ত্রাসী অতি প্রসিদ্ধ।
2945834

captcha