IQNA

আইএসআইএলের দলকে ‘শয়তানের শাসক’ নামান্তরের আহ্বানে চেচেন প্রেসিডেন্ট

14:48 - March 09, 2015
সংবাদ: 2954414
আন্তর্জাতিক বিভাগ: চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরোভ বলেছেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের ‘ইসলাম শাসক’ থেকে ‘শয়তানের শাসক’ নামান্তর করা উচিত।

বার্তা সংস্থা ইকনা: চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরোভ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলকে ‘ইসলাম শাসক’ থেকে ‘শয়তানের শাসকে’ নামান্তর করার প্রস্তাব দিয়েছে।
চেচেন প্রেসিডেন্ট নিজের ইন্সটাগ্রাম পাতায়  সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের নৃশংস হত্যাকাণ্ডের ব্যাপারে এ মতামত লিখেছেন। এ মন্তব্যের অব্যাহতিতে তিনি লিখেছেন, বিশ্বের অধিকাংশ ধর্মীয় নেতাগণ আইএসআইএলকে ইসলামের বহির্ভূত দল হিসেবে গণ্য করে এবং তারা মনে করে ইসলাম ধর্মের সাথে এ দলের কোন সম্পর্ক নেই। সুতরাং এ সন্ত্রাসী দলকে ‘শয়তানের শাসক’ হিসবে অভিহিত করা উচিত।
2952108

captcha