IQNA

ইন্দোনেশিয়ায় ৭ম হেফজ কুরআন ও সুন্নতে নববী প্রতিযোগিতার কার্যক্রম শুরু

15:49 - March 10, 2015
সংবাদ: 2959872
সৌদি আরবের অফিশিয়াল বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : হেফজে কুরআন ও সুন্নতে নববী শীর্ষক ৭ম প্রতিযোগিতা গত রোববার (৮ই মার্চ) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হয়েছে।


এ প্রতিযোগিতা সৌদি আরবের পক্ষ থেকে এবং ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় সারা দেশের প্রতিদ্বন্দীদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে।

৪ দিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ইন্দোনেশিয়ার ৬০টি শহরের ১৬০ জন প্রতিযোগী ৯১টি সংস্থা ও কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করছেন।

প্রতিদ্বন্দীরা হেফজে বিভাগে ৪টি শাখায় -৩০ পারা, ২০ পারা, ১৫ পারা, ১০ পারা- এবং হেফজে হাদিসে নববী বিভাগে পরস্পরের প্রতিদ্বন্দিতা করছেন।

উল্লেখ্য, প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মিলনায়তনে ধর্মমন্ত্রী লোকমান হাকিম সাইফুদ্দীনের উপস্থিতিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।#2957563

captcha