বার্তা সংস্থা ইকনা: মিয়ানমারের আরাকান প্রদেশের এক স্থানী কর্মকর্তা আরাকান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বিস্তার এবং তাদের উদ্দীপক সহায়তার বাহানায় পবিত্র কুরআন শরীফকে বাজেয়াপ্ত করেছে। এ পবিত্র কুরআন শরিফগুল এক রোহিঙ্গা মুসলমানেরা নিকট ছিল।
রোহিঙ্গা মুসলমান নুরুল হাকিম মিয়ানমারের মুসলমানদের মাঝে বিতরণ করার জন্য বাংলাদেশ থেকে এ সকল কুরআন শরিফ সংগ্রহ করেছে।
রাখাইন প্রদেশের স্থানীয় কর্মকর্তা দাবি করেছে, এ কুরআন শরিফ গুলো সন্ত্রাসী কর্মকাণ্ড বিস্তার এবং তাদের উদ্দীপক সহায়তায় ব্যবহার করা হয়!
স্থানীয় কর্মকর্তা, নুরুল হাকিমকে ১৬০ হাজার কিয়াত (মিয়ানমার টাক) প্রদান করতে বাধ্য করেছে এবং তাকে হুমকি দিয়ে বলেছে, যদি এ ঘটনা প্রকাশ করে তাহলে তাকে শাস্তি প্রদান করবে।
2961980