IQNA

পাকিস্তানে গির্জায় সন্ত্রাসী হামলার নিন্দায় পোপ

15:30 - March 16, 2015
সংবাদ: 2993871
আন্তর্জাতিক বিভাগ: ক্যাথলিক বিশ্বের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস লাহোরে খৃষ্টানদের অঞ্চলে একটি গির্জায় সন্ত্রাসীদের রক্তক্ষয়ী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের লাহোরে সন্ত্রাসীদের এ রক্তক্ষয়ী হামলার ফলে কমপক্ষে ১৪ জন নিহত এবং ৭০ জনের অধিক আহত হয়েছে। আর সন্ত্রাসীদের এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
তিনি বলেন: গির্জা এবং খ্রিষ্টানরা নির্যাতনের স্বীকার হচ্ছে এবং শুধুমাত্র খ্রিস্টান হওয়ার জন্য আমাদের খ্রিস্টান ভাইদের রক্ত ঝরছে।
ক্যাথলিক নেতা এ নির্যাতন আড়াল করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিযুক্ত করেছেন।
তিনি বলেন: আমি খোদার নিকট খ্রিস্টানদের ওপর যে অত্যাচার ও নিপীড়ন করা হচ্ছে এবং বিশ্ব এটাকে গোপন করছে, তার সমাপ্তি এবং শান্তি ফিরে আসার জন্য দোয়া করছি।
এছাড়াও পোপ ফ্রান্সিসর ইরাক, সিরিয়া সহ অন্যান্য দেশে খ্রিস্টানদের বিরুদ্ধে জঙ্গিদের সহিংসতাকেও নিন্দা জানিয়েছেন।
বলাবাহুল্য, গতকাল ১৫ই মার্চ পাকিস্তানের লাহোর শহরে সন্ত্রাসীদের হামলার ফলে কমপক্ষে ১৪ জন নিহত এবং ৭০ জনের অধিক আহত হয়েছে।
ইউহান অবাদ নামক অঞ্চলে এক লাখের অধিক খ্রিস্টানের বসবাস। আর জঙ্গিরা এ অঞ্চলে দু’টি গির্জায় এ রক্তক্ষয়ী হামলা চালায়।
রবিবার খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন সময়ে সন্ত্রাসীরা এ হামলা চালায় এবং তালেবান এ হামলার দায়ভার গ্রহণ করেছে।
2991695

captcha