IQNA

এবার আল আকসা মসজিদে শিশুর ওপর হামলা চালালো যায়নবাদীরা

23:54 - March 17, 2015
সংবাদ: 3004316
আন্তর্জাতিক বিভাগ: চরমপন্থি ইসরাইলীরা মসজিদুল আকসাই আক্রমণে করার পর দশ বছরের একটি শিশুকে প্রহৃত করেছে।

বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনির ইসলামী ওয়াকফের এক কর্মকর্তা জানিয়েছেন: চরমপন্থি ইসরাইলীরা মসজিদুল আকসাই প্রবেশ করার সময় মসজিদের ভবন এবং মাগারাবা গেটের মধ্যস্থানে দশ বছরের একটি শিশু কন্যাকে প্রহৃত করেছে।
যায়নবাদীদের হাত থেকে শিশুটিকে রক্ষা করার জন্য মসজিদে স্থানীয় রক্ষীবাহিনীর একজন চেষ্টা করে। কিন্তু চরমপন্থি যায়নবাদীরা গার্ডের ওপরও হামলা চালায়। এ দেখে নামাজী ব্যক্তিরা একত্রিত হয়ে ‘আল্লাহু আঁকবার’ বলে চিৎকার করেন।
মসজিদুল আকসাই যায়নবাদীদের ধারাবাহিক প্রবেশ এবং নামাজী ব্যক্তিদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবেদন ইসলামী ওয়াকফ তীব্র নিন্দা জানিয়েছে।
মসজিদুল আকসাই মুসলমানদের প্রবেশের বাধা দেওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছে এবং বিভিন্ন বিষয়ে সীমাবদ্ধতা করেছে, যেমন: বয়সের সীমাবদ্ধতা ও সাথে পরিচয় পত্র থাকা সহ অন্যান্য বিষয় রয়েছে। এছাড়াও তার নামাজী ব্যক্তিদের গ্রেফতার এবং যখন যায়নবাদীরা মসজিদে প্রবেশ করে তখন মসজিদের সকল গেট বন্ধ করে দেয়।
ইসরাইলের চরমপন্থি গ্রুপ ধারাবাহিক ভাকে মসজিদুল আকসায় হামলা করছে এবং এ মসজিদ ধ্বংস করে তাদের ইবাদতগাহ নির্মাণের করার শ্লোগান দেয়।
2991611

captcha