‘radio-canada’ সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: প্রায় ত্রিশ জন কানাডিয়ান মুসলমান সেদেশের আইন পরিষদের সম্মুখে উক্ত বিক্ষোভের আয়োজন করেন এবং সেদেশের সরকারের পক্ষ থেকে আইএসআইএলকে উৎসাহ মূলক উক্তির কারণে তারা সরকারের সমালোচনা করেন এবং ইসলাম ধর্মের সত্যিকারের রূপ প্রদর্শনের আহ্বান জানান।
যাহরা নাসের নামক এক বিক্ষোভকারী জানান: আমরা সকলকে জানাতে চাই যে, আইএসআইএল আমাদের এবং ইসলাম ধর্মের প্রতিনিধি নয়।
শুধুমাত্র এসকল বিক্ষোভকারীরাই আইএসআইএলের বিরুদ্ধে রুখে দাড়ায়নি বরং কানাডার ১৪০ জন জুম্মার খতিব এবং ধর্মীয় নেতাগণও ফতোয়া প্রদানের মাধ্যমে সেদেশের যুবকদেরকে আইএসআইএলের চরমপন্থি প্রবণতার ব্যাপারে সতর্ক করে দেওয়ার কথা বলেছেন।
সাফানা মাখদুম নামক অন্য এক বিক্ষোভকারী কানাডার ওলামাদের এ ফতোয়াকে সমর্থন করে বলেন: ওলামাদের এই সৃজনশীল ও সঠিক ফতোয়াই সমস্যা সমাধান করবে।
২০১৫ সালের শুরুতেই আলবার্টা প্রদেশের রাজধানী এডমন্টনের চার জন যুবক সিরিয়ায় অবস্থিত আইএসআইএলের দলে যোগদান করেন।
3030972