IQNA

তুরস্কে ‘মুমিনগণ পরস্পরের ভাই’ শীর্ষক গ্রন্থমেলা

17:43 - March 29, 2015
সংবাদ: 3057488
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : তুরস্কের ইগদির শহরের ‘দারুল আফতা’, জনগণকে ধর্মীয় শিক্ষার বিষয়ে অধিক পরিচিতি করার উদ্দেশ্যে ‘যুবাইদা খানম’ স্ট্রীটে এ গ্রন্থমেলার আয়োজন করেছে।

Dinihaberler.com ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : নওরোজের (নববর্ষ) কর্মসূচীর আওতায় ইগদির শহরের ফতওয়া বিষয়ক কার্যালয় এ গ্রন্থমেলার আয়োজন করেছে।
এ মেলা বিভিন্ন ধর্মীয় গ্রন্থ এবং পোস্টার উপস্থাপিত হয়েছে। ‘মুমিনগণ পরস্পরের ভাই’ লেখা পোস্টারটি সকলের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে।
বলাবাহুল্য, সাধারণ জনগণের পাশাপাশি এ গ্রন্থমেলা পরিদর্শন করেছেন ইগদির শহরের গভর্নর ‘দাউদ হানের’, ইগদির বিশ্ববিদ্যালয়ের ভিসি ‘ইব্রাহিম হাক্কি পিলমায’, বেশ কয়েকটি কার্যালয়ের প্রধান এবং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।# 3045222

captcha