বার্তা সংস্থা ইকনা: ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে ইরানী যায়েরদের বাসে সন্ত্রাসীদের বোমা হামলায় ১ জন শহিদ এবং অপর ৯ জন আহত হয়েছে।
বাগদাদের উত্তরাঞ্চলীয় ‘আততাজী অঞ্চলে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ব্যাপারে ইরাকি পুলিশ জানিয়েছে: আজ সকালে (৩০শে মার্চ) বাগদাদের উত্তরাঞ্চলীয় ‘আততাজী অঞ্চলের একটি রোডে ইরানী যায়েরদের (জিয়ারতকারীদের) বাসে সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। এ হামলায় ইরানী এ যায়ের শহীদ এবং অপর ৯ জন আহত হয়েছে।
ইরাকি পুলিশ আরও জানিয়েছে: ইরাকি নিরাপত্তা বাহিনী ঘটনা স্থান বেষ্টিত করে রেখেছে এবং ক্ষতিগ্রস্তদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
3067747