IQNA

বাংলায় শহীদ মুর্তাজা মুতাহ্‌হারীর ‘ইরফান’ গ্রন্থ প্রকাশিত

12:48 - April 01, 2015
সংবাদ: 3073796
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : আল-মুস্তাফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা ভাষায় শহীদ মুর্তাজা মুতাহ্‌হারীর ‘ইরফান’ গ্রন্থ প্রকাশিত হয়েছে।


বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আল-মুস্তাফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (MIU) বাংলাদেশ শাখার উদ্যোগে বাংলায় শহীদ মুর্তাজা মুতাহ্‌হারীর ‘ইরফান’ গ্রন্থ প্রকাশিত হয়েছে।

১০৪ পৃষ্ঠায় প্রকাশিত গ্রন্থটির অনুবাদ করেছেন MIU এর ঢাকা শাখার এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মাঈন উদ্দীন এবং সম্পাদনা করেছেন MIU এর ঢাকা শাখার উলুমুল কুরআন অনুষদের চেয়ারম্যান মো. আশরাফ উদ্দীন খান।

উল্লেখ্য, গ্রন্থটি, MIU এর বাংলাদেশ শাখার প্রতিনিধি মো. আলী আলীরেজায়ী’র সার্বিক তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে। বিশেষ অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হবে বলে জানা গেছে।#

captcha