IQNA

করাচীতে কুরআনিক বিজ্ঞান শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

22:51 - April 02, 2015
সংবাদ: 3078845
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের করাচীতে ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার উদ্যোগে এবং ইরানী কালচারাল সেন্টারের সহযোগিতায় কুরআনিক বিজ্ঞান শিক্ষকদের জন্য ২য় তম প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের করাচী শহরে ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার উদ্যোগে এবং ইরানী কালচারাল সেন্টারের সহযোগিতায় ৬ষ্ঠ মার্চে কুরআনিক বিজ্ঞান শিক্ষকদের জন্য ২য় তম প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে এবং সফল ভাবে এ প্রশিক্ষণ কোর্সের ক্লাস গ্রহণ করা হয়েছে এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কোর্স তিনিটি ইন্সটিটিউট ও শিক্ষালয়ের জন্য তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কোর্সে প্রায় ৩০০ জন শিক্ষক অংশগ্রহণ করেছে। এরমধ্যে অধিকাংশই শিক্ষিকা ছিল। প্রশিক্ষণ কোর্সে মোট ১৮টি ক্লাসের সমন্বয়ে ইরানি কালচারাল সেন্টারের কর্মকর্তাদের উপস্থিতিতে ২৩শে মার্চে পর্যন্ত অব্যাহত ছিল।
সমাপনী অনুষ্ঠানে হুজ্জাতুল ইসলাম কাসেমী নিজ বক্তৃতায় বলেন: কুরআন হেফজের একজন শিক্ষকের সম্পূর্ণ কুরআন মুখস্থ থাকা আবশ্যক এবং কুরআন হেফজ পদ্ধতি সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে।
3065660

captcha