IQNA

ইরানে প্রথম কুরআনিক গার্ডেন নির্মাণ করা হবে

16:17 - April 03, 2015
সংবাদ: 3080902
আন্তর্জাতিক বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের ১৮ নম্বর অঞ্চলের মেয়র সেদেশে প্রথম কুরআনিক গার্ডেন নির্মাণের খরব জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা’র সাথে এক সাক্ষাতকারে তেহরানের ১৮ নম্বর অঞ্চলের মেয়র ওয়াহিদ নওরুজী জানিয়েছেন: অতি শীঘ্রই তেহরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রথম কুরআনিক গার্ডেন নির্মাণ করা হবে।
তিনি বলেন: কুরআনিক গার্ডেন চার হেক্টর জমির ওপর পবিত্র কুরআনের বিভিন্ন প্রতীকের আলোকে নির্মাণ করা হবে।
উক্ত গার্ডেন নির্মাণের জন্য ১৩৯৪ সালের শেষের দিকে তেহরানের গার্ডেন ও পার্ক সংস্থার নিকট চার হেক্টর জমির হস্তান্তর করা হয়েছে এবং কুরআনিক গার্ডেন নির্মাণের জন্য ১৩৯৪ সালে বাজেট নির্ধারণ করা হবে।
ওয়াহিদ নওরুজী আরও বলেন: অতি শীঘ্রই তেহরানে ১৮ নম্বর অঞ্চলে কুরআনের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য দারুল কুরআন নির্মাণ করা হবে।
3065645

captcha