IQNA

আইএসআইএলের স্বার্থে আল কায়েদা বিলুপ্ত হবে

23:51 - April 05, 2015
সংবাদ: 3093643
আন্তর্জাতিক বিভাগ: অতি শীঘ্রই আইএসআইএলের স্বার্থে আল কায়েদা বিলুপ্ত হয়ে যাবে বলে জানিয়েছ আল কায়েদার সাবেক এক সদস্য।

বার্তা সংস্থা ইকনা: আল কায়েদার নেতা আইমান আল জাওয়াহিরি তার অধীনস্থ সকল সদস্যদের অন্যান্য সন্ত্রাসী দল বিশেষ করে আইএসআইএলে যোগদান করার আহ্বান জানিয়েছে।
গত শুক্রবার আল কায়েদার সাবেক সদস্য এবং ব্রিটিশ গোয়েন্দা সার্ভিসের গুপ্তচর ‘আইমান দ্বিন’ এর উদ্ধৃতি দিয়ে লন্ডনে প্রিন্টকৃত সৌদি আরবের সংবাদপত্র ‘আল-হায়াত’ লিখেছে: ২০১৫ সালে আল কায়েদা বিলুপ্ত হয়ে যাবে। কারণ আল নুসরা আন্দোলন, সিরিয়ার আল কায়েদার শাখা, ‘এহরার আল শাম’ আন্দোলন এবং অন্যান্য সন্ত্রাসী দল আল কায়েদা থেকে আলাদা হয়ে যাবে।
আইমান দ্বিন আরও বলেছে: এহরার আল শাম আন্দোলন জানিয়েছে যে, আল নুসরা আন্দোলন, আল কায়েদার প্রেসিডেন্ট পদ থেকে আইমান আল জাওয়াহিরি পদত্যাগ এবং তার অধীনস্থ সকল সদস্যদের অন্যান্য দলে যোগদানের সিদ্ধান্তের খবর জানিয়েছে।
আইমান দ্বিন বলেন: এর মূল উদ্দেশ্য হচ্ছে ইরাক, সিরিয়া, মিশর, লিবিয়া এবং নাইজেরিয়া আইএসআইএল ক্ষমতা
আইএসআইএল ইরাক, সিরিয়া, মিশর, লিবিয়া এবং নাইজেরিয়া ক্ষমতা দখল করার জন্য এ নির্দেশ দিয়েছে এবং এ দল বর্তমানে ইয়েমেনেও প্রভাব বিস্তার করছে।
3085195

captcha