IQNA

করাচীর শিয়া ওলামা;

স্বার্থের কারণে ইসলামী দেশের সাথে যুদ্ধে লিপ্ত হবে না পাকিস্তান

12:10 - April 06, 2015
সংবাদ: 3096868
আন্তর্জাতিক বিভাগ: ইয়েমেনে সৌদি আরবের আগ্রাসনের প্রতিবাদে পাকিস্তানের শিয়া ওলামাগণ বিক্ষোভ মিছিল প্রদর্শনের মাধ্যমে সেদেশের সেনাবাহিনীর নিকট, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ইসলামী দেশের সাথে যুদ্ধে লিপ্ত না হাওয়ার আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের করাচী শহরের শুক্রবার (৩য় এপ্রিল) জুময়ার নামাজের শেষে মুসল্লিগণ কাহারাদার নামাক অঞ্চলে ইয়েমেনে সৌদি আরবের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছে।
ইয়েমেনে সৌদি আরবের আগ্রাসনের প্রতিবাদে পাকিস্তানের শিয়া ওলামাগণ তীব্র নিন্দা জানিয়েছ বলেছেন: আরবের বিশ্বাসঘাতক স্বৈরশাসকরা জনগণের বিপ্লবে ভয় পেয়েছে এবং নিজেদের স্বার্থের উদ্ধারের বাধা হওয়ার কারণে নৃশংস কর্মে লিপ্ত হয়েছে। সত্যিই যদি তারা ইসলাম ধর্ম ও আরবদের ভালোবাসে ও তাদের সাথে আন্তরিক হয়, তাহলে গাজা ও ফিলিস্তিনের ব্যাপারে নিশ্চুপ রয়েছে। তাদের প্রতারণা মূলক নীরবতার কারণে আজকে সিরিয়া ও ইরাকে তাকফিরি সন্ত্রাসীরা মসজিদ ও মুসলমানদের পবিত্র স্থান ধ্বংস করছে এবং নিরীহ মানুষদের হত্যা করছে।
পাকিস্তানের শিয়া ওলামাগণ সেদেশের সেনাবাহিনীর নিকট, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ইসলামী দেশের সাথে যুদ্ধে লিপ্ত না হাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
বক্তারা আরও বলেন: সৌদি আরব থেকে বিনামূল্যে তেলে জন্য আমরা আল কায়েদা ও তালেবানের সাথে যুদ্ধে মত তাদের সাথে লড়েছি। নতুন করে আর কোন যুদ্ধে প্রবেশ করা আমাদের উচিত নয়।
বলাবাহুল্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গত শুক্রবার তুরস্কের প্রধানমন্ত্রী আহমদ দাভুতুগ্লু’র সাথে এক সাক্ষাতকারে বলেছে, এ দু’দেশে সৌদি আরবের সমর্থনের জন্য ইয়েমেনের নিরীহ মানুষের বিরুদ্ধে যুদ্ধর জন্য প্রস্তুত রয়েছে।
3088293

captcha