বার্তা সংস্থা ইকনা: পবিত্র মাবয়াসের রজনি তথা ১৫ই মে, ইসলামী প্রজাতন্ত্র ইরানে রাজধানী তেহরানে ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হবে।শুরু হবে।
বার্তা সংস্থা ইকনা: পবিত্র মাবয়াসের রজনি তথা ১৫ই মে, ইসলামী প্রজাতন্ত্র ইরানে রাজধানী তেহরানে ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হবে।
প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহ ব্যাপী বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে হেফজ এবং তেলাওয়াত বিভাগে ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ২২শে মে অনুষ্ঠিত হবে।
৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার স্থান এখনো নির্ধারণ হয়নি। এ প্রতিযোগিতায় তেলাওয়াত বিভাগে ইরানের হাসান দানেশ এবং হেফজ বিভাগে হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ মাহদী রাজাবী সহ বিশ্বের অন্যান্য প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করবেন।
3096882