IQNA

ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য থাইল্যান্ডে দুই প্রতিনিধি নির্বাচন

18:58 - April 14, 2015
সংবাদ: 3143960
আন্তর্জাতিক বিভাগ: ইরানে আসন্ন ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য থাইল্যান্ডের একজন ক্বারি ও একজন হাফেজকে নির্বাচন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: থাইল্যান্ডের ক্বারা পরিষদের সহকারী পরিচালক শেখ আইয়ুবের সাথে সেদেশে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের প্রধান মুস্তাফা নজ্জারিয়ান এক সাক্ষাতকারে এ ব্যাপারে আলোচনা হয়েছে। ইরানে আসন্ন ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় থাইল্যান্ডের প্রতিনিধি হিসেবে তেলাওয়াত বিভাগে ‘ভাটানা আরেবেদীন’ এবং হেফজ বিভাগে ‘হাসান সামশ’ অংশগ্রহণ করবে।
এর পূর্বে ইরানী কালচারাল কাউন্সিলার থাইল্যান্ডের ক্বারা পরিষদে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ফরম পাঠিয়েছে এবং প্রতিযোগিতার সকল শর্ত সম্পর্কে অবগত করেছে।
এ সাক্ষাতকারে শেখ আইয়ুবের ক্বারি ও হাফেজের সার্টিফিকেট কালচারাল কাউন্সিলারের নিকট জমা দেন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে কুরআনের শিক্ষা প্রচার ও উচ্চমান সম্পন্ন কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন: এ পর্যন্ত আমি নিজে কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং অংশগ্রহণকারীদের সাথে ৫ বার ইরানে ভ্রমণ করেছে। আরও একবার ইরান ভ্রমণের সুযোগ এসেছে।
বলাবাহুল্য, ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ১৫ই মে শুরু হবে এবং একাধারে ২৩শে মে পর্যন্ত অব্যাহত থাকবে।
3121244

captcha