IQNA

আলজেরিয়ায় কুরআন প্রশিক্ষণের আলোকে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

17:00 - April 16, 2015
সংবাদ: 3155543
আন্তর্জাতিক বিভাগ: আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ১৪ই এপ্রিলে ধর্ম ও ওয়াকফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুরআন প্রশিক্ষণের আলোকে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত শীর্ষক সম্মেলন কুরআন হেফজ ও প্রশিক্ষণের বিষয়ে ‘আধুনিক গবেষণার পদ্ধতি’ শিরোনামে আলজিয়ার্সে ১৪ই এপ্রিল শুরু হয়েছে এবং ১৬ই এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।
উক্ত সম্মেলন আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের ‘সুলতান (রাজা) হোসেন দায়’ হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে।
এ আন্তর্জাতিক সম্মেলন প্রধান উদ্দেশ্য আধুনিক পদ্ধতির উপর ভিত্তি করে পবিত্র কুরআনের শিক্ষকদের শক্তিশালী করণ, বিভিন্ন কুরআনের শিক্ষকদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং এই ক্ষেত্রে অগ্রদূত, কুরআনের শিক্ষকদের অগ্রগতির জন্য মনোরম পরিবেশ সৃষ্টি , কুরআনিক স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠান সক্রিয়করণ প্রমুখ।
3148232

captcha