বার্তা সংস্থা ইকনা: ইরানের পবিত্র নগরী কোমের যাদুঘরের সাংস্কৃতিক ও শিল্প বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ইসমাইল মুহাম্মাদী এ ব্যাপারে বলেন: হযরত মাসুমার (সা. আ.) পবিত্র মাযারের যাদুঘরে অন্যান্য অতি প্রাচীন মূল্যবান সম্পদের সাথে দুই ইমাম (আ.)এর অন্তর্গত বেশ কয়েকটি হস্তলিখিত কুরআন শরীফের পাণ্ডুলিপি সুরক্ষিত রয়েছে।
তিনি বলেন: কুফি বর্ণমালায় লিখিত এ কুরআন শরীফ গুলো ইমাম রেজা (আ.) এবং ইমাম হাসান আসকারী (আ.) এর সমসময়ের। আর এ কুরআন শরিফ গুলো দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিম ইসমাইল মুহাম্মাদী বলেন: হযরত মাসুমার (সা. আ.) পবিত্র মাযারের যাদুঘর প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের প্রদর্শনের জন্য খোলা থাকে।
3229740