বার্তা সংস্থা ইকনা : তুরস্কে আয়োজিত আন্তর্জাতিক এ প্রতিযোগিতা আগামী ৫ থেকে ১১ই জুলাই ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ বছর প্রতিনিধি প্রেরণের জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অফিসিয়াল আমন্ত্রণ পাঠিয়েছে তুরস্ক। এরই ভিত্তিতে ‘হাবিব সেদাকাত’ ও ‘আবুযার কারামি’ তুরস্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন।
হাবিব সেদাকাত; তেহরান প্রদেশের উদীয়মান ক্বারীদের একজন। প্রথমবারের মত জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি ষষ্ঠ স্থান অধিকার করেন, এরই ভিত্তিতে তিনি তুরস্ক প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন।
আবুযার কারামি; বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চতুর্থ হেফজে কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছিলেন। পাশাপাশি তিনি ইরানের জাতীয় প্রতিযোগিতার ৩৭তম অধিবেশনে অংশগ্রহণ করে তিনি চতুর্থ স্থান অধিকার করে তুরস্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।