বার্তা সংস্থা ইকনা: বাকু’র ‘হাজি জাওয়াদ’ মসজিদে এশার নামাজের পর পবিত্র কুরআনের সাথে অন্তরঙ্গ এ মাহফিল অনুষ্ঠিত হবে।
হাজি জাওয়াদ মসজিদের কমিটি এ মাহফিলের উদ্দেশ্য সম্পর্কে জানিয়েছেন, পবিত্র কুরআনের প্রতি উদ্দীপনা এবং আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
বলাবাহুল্য, উক্ত কুরআন মাহফিলে আজারবাইজানের বুদ্ধিজীবী, ধর্মতত্ত্বের অধ্যাপকগণ এবং বিশিষ্ট হাফেজদের উপস্থিত থাকবেন। এ মাহফিলের মাধ্যমে পবিত্র কুরআনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের সপ্তম অধিবেশন পূর্ণ হবে।
3276772