বার্তা সংস্থা ইকনা : ইরান সফরের পূর্বে ক্রোয়েশিয়ায় ইরানি কাউন্সেলর সৈয়দ মুজতাবা আকরামির সাথে সাক্ষাত করেন তিনি। ইরানের কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেয়ার জন্য কাউন্সেলরের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
আফান্দি ডালিচ যাগরেব শহরের পেশ ইমাম এবং মুসলিম ছাত্রদের কুরআন ও ইসলামি শিক্ষার প্রশিক্ষকও।
ডালিচের সাথে সাক্ষাতে ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান তার সাফল্য কামনা করে বিভিন্ন দেশের প্রতিনিধিদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ চোখে পড়ার মত বলে উল্লেখ করেছেন।#3305002
সূত্র : zagreb.icro