IQNA

ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় যাগরেব ইসলামি কেন্দ্রের পেশ ইমামের অংশগ্রহণ

20:48 - May 18, 2015
সংবাদ: 3305087
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : ক্রোয়েশিয়ার প্রতিনিধি হিসেবে ইরানের ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তেলাওয়াত বিভাগে অংশগ্রহণ করছেন যাগরেব ইসলামি কেন্দ্রের পেশ ইমাম ‘খালেদ আফান্দি ডালিচ’।


বার্তা সংস্থা ইকনা : ইরান সফরের পূর্বে ক্রোয়েশিয়ায় ইরানি কাউন্সেলর সৈয়দ মুজতাবা আকরামির সাথে সাক্ষাত করেন তিনি। ইরানের কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেয়ার জন্য কাউন্সেলরের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আফান্দি ডালিচ যাগরেব শহরের পেশ ইমাম এবং মুসলিম ছাত্রদের কুরআন ও ইসলামি শিক্ষার প্রশিক্ষকও।

ডালিচের সাথে সাক্ষাতে ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান তার সাফল্য কামনা করে বিভিন্ন দেশের প্রতিনিধিদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ চোখে পড়ার মত বলে উল্লেখ করেছেন।#3305002

সূত্র : zagreb.icro

captcha