ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার সাংস্কৃতিক ও শৈল্পিক সহযোগিতা মহাব্যবস্থাপক এবং আন্তর্জাতিক কোরআন প্রদর্শনী পরিচালক মেহেরদাদ আগাহী বার্তা সংস্থা ইকনার সাথে এক সাক্ষাতকারে বলেন: তেহরানে বুক গার্ডেনে বুধবার ১৯টায় আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে।
তিনি আরও বলেন: ২৩তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার প্রধান আবুজার ইব্রাহীমী তুর্কামান এবং কুরআন প্রদর্শনীর কিছু কর্মকর্তাগণ বক্তৃতা পেশ করবেন।
আগাহী বলেন: এছাড়াও এ অনুষ্ঠানে বসনিয়া, ফ্রান্স, কুয়েত, ইরাক, সিরিয়া, পাকিস্তান, আফগানিস্তান এবং ইন্দোনেশিয়া হতে শিল্পীদের একটি দলও এ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন।
এ প্রদর্শনী ১৪ই জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে এবং প্রতিদিন ১৯টা হতে ২৪টা পর্যন্ত দর্শনার্থীদের প্রদর্শনীর জন্য উন্মুক্ত থাকবে।
3321383