বার্তা সংস্থা ইকনা: তুরস্কের সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ‘টাইকা’র পক্ষ থেকে কাবুলের ‘আলাউদ্দিন’ এতিম খানায় এতিম শিশুদের জন্য ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।
এতিম শিশুদের জন্য উক্ত ইফতার পাটিতে নিজ হাতে সেবা প্রদান করেছে আফগানিস্তানের শ্রম মন্ত্রী নাসরিন উরয়াখিল এবং টাইকা সংস্থার পরিচালক সুলাইমান শাহিন।
এছাড়াও আফগানিস্তানের শ্রম মন্ত্রী নাসরিন উরয়াখিল বলেন: দীর্ঘ দিন যাবত তুরস্কের কর্মকর্তাগণ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আফগানিস্তানের এতিম শিশুদের পরিস্থিতি উন্নতি করার চেষ্টা চালাচ্ছে এবং তাদের এ চেষ্টার ফলে এতিম শিশুদের পরিস্থিতি আগের তুলনায় ভালো।
বলাবাহুল্য, উক্ত ইফতার পার্টিতে উপস্থিত তুরস্কের কর্মকর্তাদের সম্মাননা প্রদর্শন করেছে আলাউদ্দিন এতিম খানার মেয়ে শিশুরা।
3327402