বার্তা সংস্থা ইকনা: সাম্প্রতিক বছর গুলোয় জার্মানে যারা ইসলাম ধর্ম সম্পর্কে গবেষণা করেছেন তারা সত্যের পথ খুঁজে পেয়ে মুসলমান হয়েছেন।
জার্মানের কোলোন শহরের ‘ইসলামী সমাজের জাতীয় দৃষ্টি’ নামক সংস্থা জানিয়েছে, জার্মানের নাগরিক ‘মার্টিন বায়কাল’ ইসলাম ধর্ম সম্পর্কে গবেষণা করেছেন এবং এ ধর্মকে পরিপূর্ণ দ্বীন বলে অভিহিত করে মুসলমান হয়েছেন।
মার্টিন বলেন: “ইসলাম ধর্ম সম্পর্কে গবেষণা শেষে আমি যখন এ ধর্ম গ্রহণের জন্য আগ্রহী প্রকাশ করি, তখন আমার বন্ধুরা এবং পরিচিতিরা আমাকে সমর্থন করে”।
তিনি বলেন: আমি আমার সাবে স্ত্রী নিকট থেকে ইসলাম ধর্ম সম্পর্কে প্রথম অবগত হয়।
তার সাবে স্ত্রী মুসলমান ছিল। আর এ জন্য তিনি তার সাবেক স্ত্রী-রির নিকট থেকে ইসলাম ধর্ম সম্পর্কে অবগত হয়েছেন।
3335767